গত ০৫/০৪/২০২১ ইং তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকার সময় ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। অতঃপর ভিকটিম তার এক বান্ধবীর সাথে যোগাযোগ করলে জানতে পারে যে, বিগত ২৭/০৩/২০২১ ইং তারিখে ঐ বান্ধবীর ফেসবুক আইডিটিও অজ্ঞাতনামা ব্যক্তি হ্যাক করে। উক্ত ফেসবুক আইডি হ্যাক হওয়া সংক্রান্তে ভিকটিমের বড় বোন গত ০৬/০৪/২০২১ ইং তারিখে জিএমপি,গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরী করে যার নম্বর- ২০৮, তারিখ- ০৬/০৪/২০২১। আইডি হ্যাক করার পর ভিকটিম তার অপর একটি ফেসবুক আইডি দিয়ে হ্যাক হওয়া আইডিটি ফিরিয়ে দিতে হ্যাকারকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে অনুরোধ করে। পরবর্তীতে অজ্ঞাতনামা হ্যাকার ভিকটিমকে ভিডিওকলে গিয়ে অপ্রীতিকরভাবে নিজেকে উপস্থাপনের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ভিকটিম হ্যাকারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হ্যাক হওয়া ফেসবুক আইডিতে থাকা ভিকটিমের বিভিন্ন ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ভাইরাল করে দেবার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের বাবা র্যাব-১,উত্তরা, ঢাকায় এসে আইনগত সাহায্য কামনা করলে র্যাব-১ বিষয়টির উপর গুরুত্বারোপ করে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২১ ইং তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় র্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি বিশ্লেষনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন টান কালিয়াকৈর, কনকা রোডস্থ মোঃ হুমায়ুন কবির এর মালিকানাধীন বাড়ির ২য় তলার পূর্ব পাশের্^র ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ফেসবুক আইডি হ্যাক করে অনৈতিক কার্যকলাপ করার অপরাধে আসামী মোঃ সাকিব @ আরিয়ান আতিফ (২১), পিতা- নবাব সরকার, মাতা- মোরশেদা বেগম’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০২ টি সিপিইউ, ০১ টি ক্যামেরা, ০১ টি ক্যামেরা স্ট্যান্ড, ০১ টি মেমোরী কার্ড, ০১ টি পেনড্রাইভ, ০১ টি মোবাইল ফোন ও ০২ টি সিমকার্ড উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে আসছে এবং এরই সুবাদে ফেসবুক ও ইউটিউবসহ একাধিক সাইটে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জনপূর্বক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার পেশার সাথে জড়িত। এই পেশার আড়ালে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেয়েদের ফেসবুক একাউন্ট অবৈধভাবে হ্যাক করে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিল। ধৃত আসামী ভিকটিম এর ফেসবুক আইডি হ্যাক করেছে বলে স্বীকার করে। সে ভিকটিমকে তার ফেইসবুক আইডি ফিরিয়ে দেওয়ার জন্য অশালীনভাবে ভিডিওকলে নিজেকে উপস্থাপন করতে বলে। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধৃত আসামী হ্যাক হওয়া ফেসবুক আইডিতে থাকা তার বিভিন্ন ছবি এডিট করে উলঙ্গ ও খারাপ ছবি বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেবার হুমকি দেয় বলে স্বীকারোক্তি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীকে জিএমএমপি, টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।